গতকাল সোমবার প্রযোজনা সংস্থা ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও মুক্তি দেওয়া হয়। গানের কথা লিখেছেন মোহাম্মদ হুমায়ুন। সংগীত পরিচালনায় ছিলেন সালমান জাইম। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন ও সৌরভ। গায়ক কাজল ছাড়াও গানে মডেল হয়েছেন জামসেদ শামীম ও স্নিগ্ধা। মানিকগঞ্জের ফ্লিম ভ্যালিতে এর শুটিং হয়। খবর বিডিনিউজের।
‘কেমন ভালোবাসো’ নিয়ে কাজল আরিফ বলেন, বেশ যত্ন নিয়ে গাওয়ার চেষ্টা করেছি গানটি। ছোটবেলা থেকে ফোক গান ভালোবাসি। এর মধ্যে আমার গাওয়া কয়েকটি গান পছন্দ করেছেন শ্রোতারা। নতুন গানটি নিয়ে শ্রোতাদের কাছে হাজির হতে পেরে অনেক ভালো লাগেছে। আশা করি গানটিও সবার ভালো লাগবে।
সময়ের গানভাবনা নিয়ে কাজল আরিফ বলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে সবকিছু বদলাচ্ছে।
গান এখন শুধু শোনার না, দেখারও মাধ্যম। ফলে প্রযোজকদের শুধু গান নয়, ভিডিও নিয়েও ভাবতে হচ্ছে। সুন্দর গানের পাশাপাশি সুন্দর একটি ভিডিও সময়ের দাবি। সেই দাবি থেকে মানিকগঞ্জের ফিল্ম ভ্যালিতে শুটিং করা হয়েছে। যা দর্শকের গানের পাশাপাশি চোখেরও আরাম দেবে।












