ভালোবেসেই কাজ করি সব
করতে হবে ভেবে
কাজের সাথে পূর্ণতার
হিসেব চাইলে নেবে।
কাজ তৈরী কাজ শেষে
স্বচ্ছতা আর স্বস্তি
কাজে মনে আর মিলনের
দিনের নিষ্পত্তি।
কাজে সবাই বড়ো হয়
হয় নামি দামি
বাজে কাজের অকাজে হয়
সকল বদনামি
কম কথা বেশি কাজ
জ্ঞানী গুণী কয়
সুন্দর কাজের মৌনতার
হয় দিগবিজয়
কাজ আর কাজ, কাজ আর কাজ
কাজে শিল্পকলা
কাজ দিয়ে শেষ হোক
শেষ কথাটি বলা।