কাছের মানুষদের উপর বেশিই প্রত্যাশা

মুনা চৌধুরী বড়ুয়া | বুধবার , ২১ জুন, ২০২৩ at ৫:০৫ পূর্বাহ্ণ

আমি মানুষটা একটু অন্য রকম! খুব ছোট্ট ছোট্ট বিষয়েই আমি অনেক হার্ট হই। আমি কী চাই, কেন চাই তা কাউকে বুঝাতে পারি না। কাছের মানুষদের উপর অনেক বেশিই প্রত্যাশা করে ফেলি।

ধরে নেই, তারা আমাকে বুঝবে, আমায় একটু হলেও মূল্য দেবে! কিন্তু এসবের কিছুই হয় না! উল্টো অবহেলা পাই।বকা খাই।এই পৃথিবীতে যারা আমার মতো সহজ সরল, নি:স্বার্থপর, বড় মনের মানুষ, তারাই মনে কষ্ট পায় বেশি। আঘাত ও পায় বেশি। তারাই পরবর্তীকালে এগুলো ভেবে নিজেই কষ্ট পাই!

পূর্ববর্তী নিবন্ধচারিদিকে প্লাস্টিক আর প্লাস্টিক
পরবর্তী নিবন্ধসুরের আকাশে শুকতারা