কাগুজে কোম্পানি খুলে ৮১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

রন শিকদারসহ ৩১ জনের বিরুদ্ধে মামলার পথে দুদক

| মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৩ পূর্বাহ্ণ

কাগুজে কোম্পানি খুলে ৮১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন হক সিকদারসহ ৩১ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ তালিকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের স্ত্রী মাকসুদা হকের নামও রয়েছে। গতকাল সোমবার মামলা অনুমোদন হওয়ার তথ্য জানিয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, মামলায় দুই গ্রাহকের কাগুজে কোম্পানির নামে ঋণ অনুমোদন দেখিয়ে ৮১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আনা হচ্ছে। খবর বিডিনিউজের।

কোম্পানি দুটি হলোব্যাংকটির দিলকুশা শাখার গ্রাহক ‘মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেড’ এবং গুলশান করপোরেট শাখার গ্রাহক ‘স্মার্ট ব্যাটারি টেকনোলজি লিমিটেড’।

আক্তার হোসেন বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও শীর্ষ কর্মকর্তাদের যোগসাজশে প্রতারণার মাধ্যমে ঋণের অর্থ অন্য খাতে স্থানান্তর করে আত্মসাৎ করা হয়েছে। মামলাটি করবেন দুদকের উপপরিচালক আফরোজা হক খান।

পূর্ববর্তী নিবন্ধখাল খননে দেরি, লবণ মাঠে নেই পানি
পরবর্তী নিবন্ধএস আলম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আরো ২৮ একর জমি জব্দ