শ্রদ্ধা আর ভালোবাসায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসা চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস। গত বৃহস্পতিবার মাদরাসা ভবনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া দোয়া মাহফিলে প্রথমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এইচ এম আবু বকর, আবদুল মান্নান, আবুল বশরসহ আরো অনেকে। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল ফাতেহা শরীফ আদায়, আলোচনা সভা ও দোয়া মাহফিল। পরিশেষে মিলাদ-কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।