কাগজপত্র না থাকায় বাঁশখালীতে ৬১ যানবাহনকে জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

গাড়ি চলাচলের বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইনে গতকাল বৃহস্পতিবার বাঁশখালীতে ৬১টি যানবাহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাঁশখালী উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুর রহমান। সকাল থেকে পরিচালিত এ অভিযানে ৩৭ হাজার ৩০০শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ফিটনেস সার্টিফিকেট ও টেক্স টোকেন না থাকায় ৬১টি যানবাহনকে ৩৭ হাজার ৩০০শ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটির শোকরানা মাহফিল
পরবর্তী নিবন্ধনারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রযাত্রা দৃশ্যমান