কাকতালীয়

দেওয়ান মামুন | বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

এখনো তেমনি আছ

যেমন শৈশবের রেলগাড়ির

সঙ্গী ছিলে;

দৃষ্টি, হাসি, আর

তেমনি আছে পারিবেষ্টিত

পরিজন, দুএকজন নতুন

মিশে গেছে কচুরী পানার মাঝে।

কিছটা পরিবর্তন এসেছে কিংবা

এনেছো, হৃদ্যতার দুয়ার দেখে

আরারও হারাতে বসি

কপটতা ছাড়াই এতগুলি বছর

বর্ষার জলে জোয়ারভাটা এলোগেলো

তুমি কেমন আছ? এখন?

তুমি কেমন ছিসে? জানবার

সময় নেই। তোমার আর চাঁদের

পরিবর্তন নেই, শুধু এতটুকু

ঘর পেয়েছো সংসার পাওনি

ভালোবাসা পেয়েছো, সুখ নয়

পোড়ামন এখনো ধূম্রাগার।

পূর্ববর্তী নিবন্ধআমরা আজ
পরবর্তী নিবন্ধমানিক বন্দ্যোপাধ্যায় : মনস্তাত্ত্বিক বাস্তবতার রূপকার