চসিক নির্বাচনে স্থগিত ৩১নং আলকরণ ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সালাম মাসুমের লাটিম প্রতীকের সমর্থনে নগরীর সদরঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে নির্বাচনী সভা গত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এম ইয়াকুব। সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। ডা. সজীব তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন-রাশেদ মনোয়ার, মশিউর রহমান, জাসদ নেতা হাজী বক্কর, মোতালেব চৌধুরী, মাহাবুল হক সুমন, মো. শওকত হোসাইন, মো. ইসহাক, ৩১নং আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুস সালাম মাসুম, রুহুল আমিন তপন, কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, মহিলা কাউন্সিলর নিলু নাগ, মুক্তিযোদ্ধা শ্যামল মিত্র, মুকুল দাশ, মানস কুসুম রায়। বক্তব্য দেন, আনিসুর রহমান লিপন, মো. ওসমান, মো. ইব্রাহীম, মজিবুর রহমান স্বপন, মাইনুল হক লিমন, শফিউল আজম, নুরুল আকবর, নুরুল কবির, আব্দুর রহমান বাহার, আমির আহমেদ, দীপক চৌধুরী, স্বপন ভট্টচার্য প্রমুখ। সভায় বক্তারা সন্ত্রাস-মাদকমুক্ত সমাজ গঠন ও এলাকার উন্নয়নের স্বার্থে কাউন্সিলর প্রার্থী আবদুস সালাম মাসুমকে লাটিম প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।