কাউন্সিলর প্রার্থী ইয়াছিরের গণসংযোগ

৩১নং আলকরণ ওয়ার্ড

| শনিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩১নং আলকরণ ওয়ার্ডে আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মিষ্টি কুমড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাউন্সিলর প্রার্থী ইয়াছির আরাফাত। গতকাল শুক্রবার ওয়ার্ডের বন্দর কলোনি, পোস্ট অফিস গলি, শাহজাহান হোটেল গলি, পলাশ গলি ও পি কে সেন ৭ম তলা এলাকায় গণসংযোগ করেন তিনি। প্রচারণা কার্যক্রমে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াকুব ও মো. রফিক, এহসানুল হক ডিউক, আমিন শেঠ, আবু সুফিয়ান বাচ্চু, আব্দুল হালিম, ইপু আরফান, মঈনুল হক, মীর মো. ইমাদ ও সরফরাজ নেওয়াজ রবিন।
মহানগর ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদক নাছির উদ্দিন কুতুবী, ইমরান হোসেন জনি, সাদ্দাম হোসেন, ইরফান আলী ফাহিম, আতাউল ইসলাম কুতুবী, জুলফিকার আলী, নাজিম উদ্দিন দিনার, কৌশিক মজুমদার, সোহেল আলম হিরু, এনাম মিয়া, মো. সরওয়ার, এমরান হোসেন জনি, সালাহ উদ্দিন, মো. রাশেদ, মো. সানী, মিজানুর রহমান, আদিত্য দাশ জয়, সাজ্জাদ হোসেন, ইফতেখার শাকিল, মোশারফ উদ্দিন অপি, আল হোসাইন, মেহেদী হাসান রবিন, ইমন দাশ, ছোট বণিক, তন্ময় দেব বর্মন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী বৌদ্ধ সমিতির কার্যনির্বাহী কমিটির সভা
পরবর্তী নিবন্ধকাল কালাচাঁন শাহ’র ওরশ