কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগ

আজাদী ডেস্ক | শুক্রবার , ২২ জানুয়ারি, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণা এখন জমজমাট। মিটিং মিছিলের পাশাপাশি ভোটারদের ঘরে ঘরে ধর্না দিচ্ছেন প্রার্থীরা। প্রতিশ্রুতি দিচ্ছেন ওয়ার্ডের উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করার।
শৈবাল দাশ সুমন, ২১ নং ওয়ার্ড : নৌকা এবং ঠেলাগাড়ি প্রতীকের প্রচারণায় এলাকাবাসীর আশীর্বাদ এবং ভোট চেয়ে ২১নং জামালখান ওয়ার্ডের বিভিন্ন কলোনিতে গণসংযোগ করেন কাউন্সিলর প্রার্থী শৈবাল দাশ সুমন।

ওয়াসিম উদ্দিন, ১৩নং ওয়ার্ড : সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী গতকাল বৃহস্পতিবার নগরীর ১৩নং ওয়ার্ডের আমবাগান, কলেজ রোড, পানিরকল সহ বেশকিছু এলকাজুড়ে মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর নৌকা আর লাটিম মার্কায় প্রচারণা চালান এবং এলাকার জনসাধারণকে আগামী ২৭ তারিখ নৌকা আর লাটিম মার্কায় ভোট দেয়ার উদাত্ত আহবান জানান।

নুরুল আবছার, ৪১ নং ওয়ার্ড : ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. নুরুল আবছার ধানের শীষ, মিষ্টি কুমড়া ও আনারস প্রতীকের সমর্থনে চৌধুরী পাড়ার কর্মী-সমর্থকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি সকল কর্মী-সমর্থকদের একযোগে ধানের শীষ, মিষ্টি কুমড়া ও আনারস প্রতীকের জয়ের জন্য কাজ করার উদাত্ত আহবান জানান। তিনি মা-বোনদের সাথে নিয়ে ২৭ জানুয়ারি ভোট কেন্দ্রে যাওয়ার পরামর্শ প্রদান করেন।

জহর লাল হাজারী, ৩২ নং ওয়ার্ড : ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডের বান্ডেল এসি দত্ত লেইন মুসলিম হাই স্কুল ও মেনকা স্কুলে নৌকা প্রতীকের অফিস উদ্বোধন করা হয়েছে। অফিস উদ্বোধনকালে প্রধান অতিথি ছিলেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জহর লাল হাজারী। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের প্রবীণ নেতা মোসলেম উদ্দিন, মো. খোরশেদ আলম, সেকান্দার হোসেন মিয়া, নাজিম উদ্দিন, ইউসুফ হারুন মাসু, আব্দুল্লাহ আল মাবুদ, আব্দুল্লাহ আল মাসুম, মুরাদ, ঝর্না দাস, রেহানা বেগম, সরমন দাস লালা, ফায়সাল, লিটন দত্ত, এনাম, রতন চন্দ্র, অশোক দাস, উত্তম দাস, এলভিন, কমল, সালাউদ্দিন দাস, নুর বঙ, লিটন দাশ, বিরাম চক্রবর্তী, নিপু শম্মা, তারেক চৌধুরী, জয় চৌধুরী, উৎপল দাশ, রাজীব মল্লিক, প্রিয়ম দে, হানিফ জ্যাকি, কামরুল, অর্নব চৌধুরী সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

সাহেদ ইকবাল বাবু, ২নং ওয়ার্ড : নগরীর ২নং জালালাবাদ ওয়ার্ডের বালুছড়া টাইগার রোডে নৌকা ও ঝুড়ি প্রতীকের সমর্থনে গণসংযোগ করেছেন কাউন্সিলর প্রার্থী সাহেদ ইকবাল বাবু। গণসংযোগে অংশগ্রহণ করেন মাহাবুব আলম, জাহেদ হুজুর, গোবিন্দ দাশ, বাবলু পাটোয়ারী, আলমগীর, ফেরদৌস পাটোয়ারী, রাসেল, বাদশা, মুসা মোল্লা, মহিউদ্দিন, সোহেল, মাহাবুব, রুবেল দাশ, ইকবাল বাবুল, হামিদুল হক চৌধুরী ছবি, সেলিম, সুমন, শৈবাল দাশ বিধান প্রমুখ। এসময় সাহেদ ইকবাল বাবু বলেন, নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করে এলাকার রাস্তাঘাট ও পরিচ্ছন্নতার চলমান প্রক্রিয়াকে সমুন্নত রাখব।

জহুরুল আলম জসিম, ৯নং ওয়ার্ড : নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর প্রার্থী জহুরুল আলম জসিমের মিষ্টি কুমড়া সমর্থনে গত বৃহস্পতিবার দিনব্যাপী নগরীর নোয়া পাড়া, আব্দুল আলী নগর, অলংকার, একে খান এলাকায় ব্যাবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। গণসংযোগে উপস্থিত ছিলেন বিভিন্নি অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ। গণসংযোগকালে কাউন্সিলর পদপ্রার্থী সাধারণ মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে নান্দনিক চট্টগ্রাম গড়তে ও নগরবাসীর অধিকার নিশ্চিতকরণ, গ্রীন ও ক্লিন সিটি আরও অগ্রগতি করতে এবং উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে মেয়র পদে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীকে এবং কাউন্সিলর পদে আমাকে মিষ্টি কুমড়া প্রতীকে ভোট দিন।

আবুল হাশেম, ২৬ নং ওয়ার্ড : বএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাতের ধানের শীষ ও নিজ প্রতীক লাটিমের সমর্থনে গণসংযোগ করেছেন ২৬ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর প্রার্থী আবুল হাশেম। গণসংযোগে আরো উপস্থিত ছিলেন ইলিয়াছ চৌধুরী, ইসলাম, পারভেজ আলম, তসলিম, তৈয়ব, সাহাবুউদ্দীন, রিপন, আশরাফ, বাবর, রুবেল, সুজন, সিরাজ, ওয়াহিদ প্রমুখ।

হাসান মুরাদ বিপ্লব, ৩৩ নং ওয়ার্ড : সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ফিরিঙ্গী বাজারের শিববাড়ী লেইন, মসজিদ গল্লি ও এয়াকুব নগরে ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল বিকাল ৪টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত এই গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শিক্ষক শাহাদাত হোসেন, নাছির আহম্মদ, খোরশেদ আলম রহমান, তাজউদ্দীন রিজভী, সাইফুদ্দিন আহমেদ, তানভীর আহমেদ রিংকু, ওসমান গনি মানিক, ফজলে হাসান চৌধুরী, ইসতেহার উদ্দিন পারভেজ, জাহাঙ্গীর আলম, আবদুল আজিজ, এনামুল হক, আবদুল মতিন, শাহদাত হোসেন, হুমায়ন মোর্শেদ, সিদ্দিকী শাকিল, জাহাঙ্গীর, মো. মাসুম, সরওয়ার সরকার, বশির আহমেদ রিটন, মানিক, রাশেদ জয়, নিয়াজ, রুবেল, আক্তার মিয়া, রাশেদ, আলাউদ্দিন বাপ্পী, ইয়াসিন সুমন, রমজান, মিনারুল ইসলাম মিনু, মিজানুর রহমান, জসীম, জমির উদ্দিন পারভেজ, নুরুল আজিম, অসিউর রহমান, সাফফাত বিন আমিন, শফিউল আজম জনি, আজম, নজরুল, জাহাঙ্গীর, জাবেদ, আবুল কালাম, অনিন্দ্য দেব, রায়হান মাহমুদ, সুফি রিজভী, সুলতান প্রমুখ।

সলিম উল্লাহ বাচ্চু, ২২নং ওয়ার্ড : ২নং এনায়েত বাজার ওয়ার্ডে এলাকার মুরব্বি এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী সলিম উল্লাহ বাচ্চু গতকাল দুপুরের পর থেকে ওয়ার্ডে বিভিন্ন অলিগলিতে গণসংযোগ করেছেন। তিনি এনায়েত বাজার, গোয়াল পাড়া, হাসপাতাল কলোনী এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে তার ঘুড়ি প্রতীকে ভোট চান। এসময় তিনি মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী এবং নিজের ঘুড়ি প্রতীকে আগামী ২৭ জানুয়ারি ইভিএমের মাধ্যমে ভোট দেয়ার আহবান জানান। নির্বাচিত হলে অতীতের মতো আগামীতেও তিনি এলাকার উন্নয়নের নিজেকে আত্মনিয়োগ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

জাহাঙ্গীর আলম দুলাল, ১৩ নং ওয়ার্ড : ডিজেল কলোনি-নিউ ঝাউতলা-স্কুল ক্যাম্প ও ঝাউতলা বাজার এলাকায় গণসংযোগ পরবর্তী পথসভায় ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল বলেন, প্রতিপক্ষ প্রার্থীরা রাতের আঁধারে ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলছে। গণসংযোগ পরবর্তী পথসভায় জাহাঙ্গীর আলম দুলাল ধানের শীষ-ঘুড়ি মার্কায় ভোট চান। গণসংযোগে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস এম আজাদ, গোলাম সরোয়ার, হালিম উদ্দিন গুড্ডু, মোহাম্মদ মিল্টন, লুৎফর রহমান জুয়েল, শাহ আলম, ওমর ফারুক, মো. সাব্বির, নূর হোসেন, শাহাদাত হোসেন, মো. হোসেন, মো. সুমন, মো. জুয়েল, মো. আশিক, ইয়াসিন, রবিউল ইসলাম, বাবু, আলাউদ্দিন, ছাত্রদল নেতা শামসুদ্দিন শামসু প্রমুখ।

আবছার, ৪১ নং ওয়ার্ড : সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নগরীর ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুল আবছার ঠেলাগাড়ী প্রতীক নিয়ে দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগটি ওয়ার্ডের মাইজপাড়া থেকে শুরু করে ধুমপাড়া লালদিয়ার চর এলাকায় গিয়ে শেষ হয়। গণসংযোগে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রার্থী নুরুল আবছার, এরশাদ, জুয়েল, মারুফ, দিদার, মানিক, আবদুর রহমান, বাশার, রিপন, রুবেল প্রমুখ।
ইলিয়াছ, জসিম, ইসমাইল, মিজান, আজগর, আজম, ফোরকান, ফারুক, জুয়েল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরেজাউলের সমর্থনে প্রচারণা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি নিয়ে বিটিভির অনুষ্ঠান