চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ৪১ সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ১৪ ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর প্রার্থী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোট (রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত)। নিম্নে দেয়া হলো : সাধারণ ওয়ার্ড
১নং ওয়ার্ড : গাজী মো. শফিউল আজিম (ঘুড়ি প্রতীকে) পেয়েওেছন ২৮৮২ ভোট, তৌফিক আহমদ চৌধুরী (ঝুড়ি) ২৬৭৯ ভোট।
২নং ওয়ার্ড : মো. সাহেদ ইকবাল বাবু (ঝুড়ি) ৫৬৬০, মোহাম্মদ ইব্রাহিম (ট্রাক্টর) ৩৯৩১।
৩ নং ওয়ার্ড :মো. শফিকুল ইসলাম (মিষ্টি কুমড়া) ৬৮৯৩, কফিল উদ্দিন খান (ট্রাক্টর) ৪৭৭২।
৪নং ওয়ার্ড : মো. এসরারুর হক (ঘুড়ি) ৬৮৯৯, মো. সাইফুদ্দিন খালেদ (টিফিন ক্যারিয়ার) ৪৬০২।
৫নং ওয়ার্ড : মোহাম্মদ কাজী নুরুল আমিন মামুন (ঘুড়ি)৭৬৫৮, মো. আজম (মিষ্টি কুমড়া) ২৮৩।
৬ নং ওয়ার্ড : এম আশরাফুল আলম (ঘুড়ি) ৬৬৬৮, মুহাম্মদ হাসান লিটন (রেডিও) ৭১।
৭নং ওয়াড র্: মো. মোবারক আলী (টিফিন ক্যারিয়ার) ১৪৬৯২, মো. এয়াকুব (মিষ্টি কুমড়া) ১৮৯৫।
৮ নং ওয়ার্ড : মো. মোরশেদ আলম (লাটিম) ৭৩৯১, মোহাম্মদ মহসীন ৩৬৪।
৯ নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ড : জহিরুল আলম জসিম পেয়েছেন(মিষ্টি কুমড়া) ৮১৫৫ ভোট, নুরুল আবসার মিয়া(রেডিও) ৪৬১০ ভোট।
১০ নং ওয়ার্ড : নিছার উদ্দিন আহমেদ (মিষ্টি কুমড়া) ৬৬৫৯, মো. রফিক উদ্দিন চৌধুরী (ঘুড়ি) ১০৯১।
১২নং ওয়ার্ড : মো. নুরুল আমিন (রেডিও) ৩৭৭৪, মো. সাবের আহম্মেদ (ঠেলাগাড়ি) ১৪২৪।
১৩ নং ওয়ার্ড : মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী (লাটিম) ১০,০০৭, মো. মাহামুদুর রহমান (রেডিও) ১৪৪৯।
১৪ নং ওয়ার্ড : আবুল হাসনাত মো. বেলাল (ঘুড়ি) ৬১০৭, আবদুল হালিম (রেডিও) ৩১২
১৫নং ওয়ার্ড : মোহাম্মদ গিয়াস উদ্দীন (ঘুড়ি) ৪৫৩৪, চৌধুরী সায়েফুদ্দীন রাশেদ সিদ্দিকী (মিষ্টি কুমড়া) ২০৩।
১৬ নং ওয়ার্ড : সাইয়েদ গোলাম হায়দার মিন্টু (ব্যাডমিন্টন র্যাকেট) ২৬৫০, মোহাম্মদ দেলোয়ার হোসাইন (রেডিও) ৮০৫।
১৭ নং ওয়ার্ড : মোহাম্মদ শহিদুল আলম (ঘুড়ি) ৪১৭১, এ কে এম আরিফুল ইসলাম ডিউক (মিষ্টি কুমড়া) ৩৬০।
১৯ নং ওয়ার্ড : মো. নুরুল আলম (মিষ্টি কুমড়া) ২৯৩৪, মোহাং ইয়াছিন চৌধুরী আছু (টিফিন ক্যারিয়ার) -২৯৬।
২০নং ওয়ার্ড : চৌধুরী হাসান মাহমুদ হাসনী (ঠেলাগাড়ি)-৪৬৬৯, মোহাম্মদ রফিকুল আলম বাপ্পী (ঘুড়ি) -১১০৮।
২১নং ওয়ার্ড : শৈবাল দাশ সুমন (ঠেলাগাড়ি)—বিজয়ী
২২নং ওয়ার্ড : মোহাম্মদ সলিম উল্লাহ (ঘুড়ি) ৩৮৭২, মো. আবদুল মালেক (মিষ্টি কুমড়া) -৬৮১।
২৩নং ওয়ার্ড :মোহাম্মদ জাবেদ (মিষ্টি কুমড়া) ১৮৪২৩, মোহাম্মদ মহসীন (ঘুড়ি) -১০২৫।
২৪ নং ওয়ার্ড : নাজমুল হক ডিউক (ঠেলাগাড়ি)-৫২২৫, মো. জাবেদ নজরুল ইসলাম (টিফিন ক্যারিয়ার)-৪৬০৪।
২৫ নং ওয়ার্ড : আব্দুস সবুর লিটন (টিফিন ক্যারিয়ার) -৩০৮১০, শহীদ মো. চৌধুরী (ঘুড়ি)-২০০৯।
২৬ নং ওয়ার্ড : মো. ইলিয়াছ (ঘুড়ি)-৬৪১১, মো. আবুল হাশেম (লাটিম)-২২৭৬।
২৭নং ওয়ার্ড : মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী (লাটিম)-৫১৫২, মোহাম্মদ সেকান্দর (টিফিন ক্যারিয়ার) -৬০৭
২৮নং ওয়ার্ড : নজরুল ইসলাম বাহাদুর (রেডিও) বিজয়ী
২৯ নং ওয়ার্ড : গোলাম মোহাম্মদ জোবায়ের (রেডিও)-২৯০৭, মোহাম্মদ সাজ্জাদ হোসেন (ঘুড়ি)-১৩৮০।
৩০ নং ওয়ার্ড : আতাউল্লাহ চৌধুরী (ঘুড়ি)-৫৭৪৩, চৌধুরী জহির উদ্দীন মোহাম্মদ বাবর (মিষ্টি কুমড়া)- ১৮০৩,
৩২ নং ওয়ার্ড : জহর লাল হাজারী (মিষ্টি কুমড়া) -৩১৫০, সুজিত সরকার (ঝুড়ি) -৩৩৮।
৩৩ নং ওয়ার্ড : হাসান মুরাদ (মিষ্টি কুমড়া) ৩৭৪৫, মোহাম্মদ সালাহ উদ্দিন (ঘুড়ি) ৩৩৪০।
৩৪ নং ওয়ার্ড : পুলক খাস্তগীর (ঠেলাগাড়ি)-৪৪০০, মোহাম্মদ ইসমাইল বালি (লাটিম)-১০৭৮।
৩৫ নং ওয়ার্ড : হাজী নুরুল হক (ঘুড়ি)-২৩০৩, এডভোকেট তারিক আহমদ (মিষ্টি কুমড়া) -১৭।
৩৬ নং ওয়ার্ড : মো. মোর্শেদ আলী (লাটিম)-৪২৭৬, হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী (ঘুড়ি)-৩৯০৮
৩৭ নং ওয়ার্ড : মোহাম্মদ আবদুল মান্নান (ঠেলাগাড়ি)-৩৮৩৪, মেজবাহ উদ্দিন আহম্মদ মোর্শেদ (ব্যাডমিন্টন র্যাকেট) ৩৪৮৮
৩৮ নং ওয়ার্ড: গোলাম মো. চৌধুরী (ঠেলাগাড়ি)-৫১৩৬, মোহাম্মদ হাসান মুরাদ (ঘুড়ি) -১৫৭৮।
৩৯ নং ওয়ার্ড : জিয়াউল হক সুমন (লাটিম) বিজয়ী।
৪০ নং ওয়ার্ড : আবদুল বারেক (ঠেলাগাড়ি)-৭৩৬৮, মোহাম্মদ হারুন (ঘুড়ি) -১৭০০।
৪১ নং ওয়ার্ড : ছালেহ আহমদ চৌধুরী (ঘুড়ি)—৫৪৫৪, মোহাম্মদ আলমগীর (ব্যাডমিন্টন র্যাকেট)-৩৮২৯।
সংরক্ষিত ওয়ার্ড :
মহিলাদের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন ফেরদৌস বেগম মুন্নি। তিনি পেয়েছেন ২৬ হাজার ৯৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকসানা বেগম পেয়েছেন ২ হাজার ৭৫১ ভোট।
সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন জোবাইদা নার্গিস খান। তিনি পেয়েছেন ১৬ হাজার ২৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রোকেয়া বেগম ১০ হাজার ৭৮৯ ভোট পেয়েছেন।
সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে জেসমিন পারভীন জেসি পেয়েছেন ১৩ হাজার ৬৭৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি জোহরা বেগম পেয়েছেন ৮ হাজার ৯৯০ ভোট।
সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে তছলিমা বেগম নুরজাহান পেয়েছেন ১৫ হাজার ২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবিদা আজাদ পেয়েছেন ৯ হাজার ৩০৪ ভোট।
সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডে শাহীন আকতার রোজী ১০ হাজার ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফারজানা পারভিন পেয়েছেন ৫২০ ভোট।
সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ডে নিলু নাগ ১১ হাজার ২৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে জাহেদা বেগম পপি পেয়েছেন ১৭ হাজার ৯৮৯ ভোট। তার নিকটকম প্রতিদ্বন্দ্বি ফারহানা জাবেদ পেয়েছেন ১৬ হাজার ৪০৮ ভোট।
সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডে জয়ী হুরে আরা বেগম পেয়েছেন ৩৬ হাজার ২৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেসমিন খানম পেয়েছেন ১৬ হাজার ৪০৮ ভোট।
সংরক্ষিত ১১ নম্বর ওয়ার্ডে জয়ী ফেরদৌসী আকবর পেয়েছেন ৮ হাজারে ৪৫৭ ভোট। তার নিকটতম বিবি মরিয়ম পেয়েছেন ৪ হাজার ৯০৭ ভোট।
সংরক্ষিত ১৩ নম্বর ওয়ার্ডে শাহানুর বেগম ৯১ হাজার ২০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহিদা হোসাইন পেয়েছেন ১০ হাজার ১৯০ ভোট।