কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর জাবেদ মো. কায়সার নোবেলের এবার ১ কোটি ৬৭ লাখ ১১ হাজার টাকার ১.০১১১ একর জমি মামলায় সম্পৃক্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোপূর্বে সাড়ে ৯ কোটি টাকা ও কক্সবাজার শহরে ৪টি অভিজাত ফ্ল্যাট জব্দ করে দুদক। গতকাল রোববার কক্সবাজার সদর সাব-রেজিস্ট্রারের কাছে জরুরি চিঠি দিয়ে এসব সম্পদ দুদকের মামলায় সম্পৃক্ত করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন।
দুদক সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি র্যাবের অভিয়ানে ঘুষের ৯৩ লাখ ৬০ হাজার ১৫০ টাকাসহ গ্রেপ্তার হওয়া কক্সবাজার এলএ শাখার সার্ভেয়ার ওয়াশিম খানের বিরুদ্ধে দায়ের হওয়া দুদকের মামলায় গতকাল কাউন্সিলর জাবেদ কায়সার নোবেলের ইনানী এলাকায় খরিদকৃত ১ কোটি ৬৭ লাখ ১১ হাজার টাকার ১.০১১১ একর জমি সম্পৃক্ত করার চিঠি দেন তদন্ত কর্মকর্তা। এর মাধ্যমে এসব জমিগুলো বিক্রি ও হস্তান্তর করার সুযোগ থাকবে না নোবেলের। এর আগে গত ১৭ সেপ্টেম্বর ইউনিয়ন ব্যাংকে ৪২ লাখ টাকার এফডিআর, ১৩ সেপ্টেম্বর কক্সবাজার জেলা ডাকঘরে নোবেলের নামে সঞ্চয়ী হিসাবে থাকা ৮০ লাখ টাকা এবং ১ সেপ্টেম্বর ৪টি বেসরকারি ব্যাংক থেকে প্রায় ৮ কোটি ৩৫ লাখ টাকা জব্দ করা হয়। পাশাপাশি কক্সবাজার সদরে তার নামে ৪টি অভিজাত ফ্ল্যাটও দুদকের মামলায় সম্পৃক্ত করেন তদন্ত কর্মকর্তা। ফ্ল্যাট চারটি ৭৪ লাখ ২৫ হাজার টাকায় রেজিস্ট্রেশন করা হলেও বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকার অধিক বলে জানা গেছে।