নগরীর চমেক হাসপাতালের হোস্টেল গেটের গোয়াছিবাগান এলাকায় মারধরের অভিযোগে চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনুসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়েছে। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালতে নিজেকে ভিকটিম দাবি করে মামলাটি দায়ের করেন সাঈদ বিন আব্দুল্লাহ নাহিদ নামের এক যুবক।
মামলার অন্যান্য আসামিরা হলেন, মোজাম্মেল হক, রবিউল ইসলাম রাজু, কাইসার হামিদ, সাকিবুল রহমান সাকিব, ইমাম হোসেন হৃদয়, নাইমুল হাসান তুষার, মো. মহিউদ্দিন, জসিম উদ্দিন, মো. শাকিল ও মো. আশরাফুল আলম। বাদীর আইনজীবী এ কে এম শহীদুল ইসলাম পাটোয়ারী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি গ্রহণ করে চকবাজার থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, মামলার আরজিতে বলা হয়, গত ৪ মার্চ বাদী ও তার কয়েকজন বন্ধুকে নুর মোস্তফা টিনুর নির্দেশে কিল ঘুষিসহ লাঠিসোঁটা, লোহার রড দিয়ে মারধর করা হয়। এতে বাদীসহ তার কয়েকজন বন্ধু গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। মামলার আরজিতে আরো বলা হয়, মারধরের এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে বাদী ও তার বন্ধুদের হত্যা করে লাশ ঘুম করে ফেলবে এমন হুমকিও দেওয়া হয়।