নগরীর পাহাড়তলীর সুপারি বাগান এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা, কালির ছড়াখাল ভরাট ও স্থাপনা নির্মাণ সরেজমিনে পরিদর্শনে গেলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিকে (বেলা) বাধা দেওয়া ও হুমকির অভিযোগে পাহাড়তলীর ওয়ার্ড কাউন্সিলর মো. জহিরুল আলম জসিমসহ অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের দেয়া চার্জশিট গ্রহণ করেছে আদালত।
গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চার্জশিট গ্রহণ করে পরিবেশ আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সেখানে চলবে মামলার বিচার কার্যক্রম। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। আদালতসূত্র জানায়, গত ২৬ জানুয়ারি বেলার প্রতিনিধি টিমকে বাধা ও হুমকি দেয়ার অভিযোগে আকবরশাহ থানায় মামলাটি দায়ের হয়। এজহারে বলা হয়, পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমের নেতৃত্বে মো. হৃদয়, আবু নোমান, সাইফুদ্দিন ভূইয়া, আনিস চৌধুরী রাজন, শাকিল, সাঈদসহ বেশ কয়েকজন ব্যক্তি এই বাধা দেন। বাধা প্রদানকারীরা বারবার পরিদর্শনকারীদের কেন এসেছেন, কোথা থেকে এসেছেন ইত্যাদি প্রশ্ন করেন। বেলার প্রধান নির্বাহী ও আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ছাড়াও এসময় বেলার চট্টগ্রামের সমন্বয়কারী মনিরা পারভিন, কর্মসূচি প্রধান ফিরোজুল ইসলাম, চট্টগ্রামের ফিল্ড অফিসার ফারমিন এলাহীও উপস্থিত ছিলেন।
আদালতসুত্র জানায়, আকবরশাহ থানা পুলিশ মামলাটি তদন্ত করে গত ৩০ মে চার্জশিট দাখিল করেন। এরই ধারাবাহিকতায় চার্জশিটটি গ্রহণ করেছেন আদালত। পরবর্তীতে চার্জগঠন করে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হবে।