কাউন্সিলরে একটাও জিতেনি বিএনপি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলরদের ৪০ জনের মধ্যে একজনও বিএনপির নেই। বিএনপির একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলরও নেই। অর্থাৎ সাধারণ এবং সংরক্ষিত আসনের কোনোটিতেই বিএনপির কোনো প্রার্থী নির্বাচিত হননি। এছাড়া অন্য কোনো রাজনৈতিক দল কিংবা স্বতন্ত্র কোনো প্রার্থীও জয়ী হননি।
নির্বাচনে ৪১ ওয়ার্ডের মধ্যে ১টিতে প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন স্থগিত রয়েছে। অপর একটিতে আওয়ামী লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গতকাল ৩৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন হয়। এতে ৩২ জন আওয়ামী লীগ মনোনীত এবং ৭ জন আওয়ামী লীগ নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪টি আসনের একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। অপর ১৩টি ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী।

পূর্ববর্তী নিবন্ধ‘অ ফুত ইতেরে ফাঁসি দি আঁরারে বাঁচা’
পরবর্তী নিবন্ধনার্স রুনু নিলেন প্রথম টিকা