কাউন্সিলরের বিরুদ্ধে সেই মামলা প্রত্যাহারের আবেদন

| সোমবার , ২২ মে, ২০২৩ at ৮:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জহুরুল আলম জসিমের বিরুদ্ধে মারধরের অভিযোগে করা মামলা প্রত্যাহারের আবেদন করেছেন সেই হকার। গতকাল রোববার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা প্রত্যাহারের হলফনামা দিয়েছেন ওই মামলার বাদী হামলার শিকার হকার অপু প্রধান। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, মামলাটি থানার, আদালতের নয়। মামলা খারিজের বিষয়টি পুলিশ প্রতিবেদনের ওপর নির্ভর করবে। খবর বিডিনিউজের।

গত বুধবার অপু প্রধানকে প্রকাশ্যে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়ে আলোচনায় আসেন ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিম; যার বিরুদ্ধে পাহাড়কাটা, সরকারি জায়গা দখলসহ নানা অভিযোগ আছে।

কাউন্সিলর জসিমের হকার পেটানোর ওই ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মারধরের শিকার হকার অপু প্রধান বৃহস্পতিবার রাতে এ ঘটনায় নগরীর আকবর শাহ থানায় মামলা করেন। মামলায় কাউন্সিলর জসিম ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৫/৬ জনকে আসামি করা হয়। রোববার আদালতে করা অপু প্রধানের আবেদনে উল্লেখ করা হয়, বাদী ও বিবাদীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। ‘পুলিশ মুচলেকাতে স্বাক্ষরের কথা বলে এজাহারে স্বাক্ষর নিয়ে মামলাটি করিয়েছেন।’ আবেদনে বাদী নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামাও দিয়েছেন। তবে এ বিষয়ে অপু প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধআজ সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পরবর্তী নিবন্ধপ্রতি লিটার তরল দুধে ১০০ মিলি কম