কাউখালীতে বাইক-কাভার্ডভ্যান সংঘর্ষ, যুবক নিহত

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ৮:১৪ পূর্বাহ্ণ

রাঙামাটিচট্টগ্রাম মহাসড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়া চাইঞোরিবাজারে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পাইসিথোয়াই মারমা (৩২) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা পাইসিথোয়াই মারমার স্ত্রী ও দুই শিশু সন্তান আহত হয়েছে। গতকাল রোববার দুপুর দেড়টায় বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পাইসিথোয়াই মারমা রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব মনাইপাড়া এলাকার সুইচাঅং মারমার সন্তান। তিনি বেতবুনিয়া কাশখালী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুর দেড়টায় চাইঞোরিবাজারে কাভার্ভভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নিহত পাইসিথোয়াই মারমার স্ত্রী থুইপ্রু মারমা, মেয়ে মাসিসিং মারমা () ও ছেলে হ্লাসাইউ মারমা () আহত হন। নিহত পাইসিথোয়াই মারমার বড় ভাই উসি থোয়াই মারমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বেতবুনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান থেকে ফেরার সময় বেতবুনিয়া বাজারে তার (পাইশিথোয়াই মারমা) বাইকে একটি পিকআপ এসে ধাক্কা দেয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাউজানে মারা যায়।

কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। ভ্যানের চালক আব্দুর রহিম (৩৮) পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ২শ বছর আয়ুর তিমি মানুষের বার্ধক্য কমাতে পারবে?
পরবর্তী নিবন্ধবিএনপি কর্মী আলম হত্যাকাণ্ডে আরো এক আসামি গ্রেপ্তার