কাউখালীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলার কাউখালী উপজেলাধীন বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্ধোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শামসুদ্দোহা চৌধুরী, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ খোরশেদ আলম, ক্যাচিং মং মারমা, মো. হেলাল উদ্দিন প্রমুখ। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে জাতির পিতার আদর্শে গড়ে তোলাসহ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে স্কুল পর্যায়ে গড়ে তোলা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পূর্ববর্তী নিবন্ধমাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া মাদরাসায় মাদকবিরোধী মানববন্ধন
পরবর্তী নিবন্ধজুম্‌’আর খুতবা