কাউখালীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলায় ছুরিকাঘাতে শীলা (৩৫) নামে এক হিজড়াকে হত্যার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পেশকারঘোনা এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

কাউখালী থানা পুলিশ সূত্র জানিয়েছে, নিহত শীলা বেতবুনিয়া ইউনিয়নের পেশকারঘোনা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। লাশ বর্তমানে বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে আছে। আজ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হবে। শিলা কাউখালী উপজেলার হিজড়া লিডার হিসেবে পরিচিত। কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, বেতবুনিয়া ইউনিয়নের পেশকারঘোনা এলাকা থেকে শিলা নামে এক হিজড়ার লাশ উদ্ধার করা হয়েছে। তার গলা ও পেটে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন করে লাশ উদ্ধার করে বেতবুনিয়া ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ওসি আরও বলেন, এখনো তার আত্মীয়স্বজনের খোঁজ পাওয়া যায়নি। আগামীকাল (মঙ্গলবার) লাশের ময়নাতদন্তের জন্য রাঙামাটিতে পাঠানো হবে।

হিজড়া জনগোষ্ঠীর রাঙামাটি জেলার সমন্বয়ক নয়ন হিজড়া বলেন, বেতবুনিয়া এক হিজড়াকে মেরে ফেলার খবর পেয়েছি। ওটা চট্টগ্রামের গ্রুপ।

পূর্ববর্তী নিবন্ধখাতুনগঞ্জ ট্রেড অ্যাসো’র নির্বাচনে ৪১ পদে ৪৪ মনোনয়নপত্র জমা
পরবর্তী নিবন্ধবিদেশে পালানোর সময় গ্রেপ্তার সোনা আবু