কাউখালীতে ইটভাটা শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলায় এক ইটভাটা শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ডাকবাংলো এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ইটভাটা শ্রমিকের নাম মো. টিটু (৩৫)। তার নিজ বাড়ি নেত্রকোনা জেলায় হলেও রাউজান উপজেলার গুচ্ছগ্রাম এলালায় তিনি শ্বশুরবাড়িতে থাকতেন। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ডাকবাংলো এলাকায় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে একটি লাশ পড়ে থাকতে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সেখান থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে মাটিতে পড়ে গিয়ে মারা গেছেন তিনি। সোমবার রাতে সর্বশেষ তাকে ইটভাটার ম্যানেজার দেখেছেন বলে জানান। তিনি জানান, টিটু সর্বক্ষণ নেশাগ্রস্ত থাকতো। ওসি আরও জানান, রাতে পড়ে গিয়ে মরে থাকায় মুখমণ্ডলে রক্ত দেখা যাচ্ছে হয় তো। পড়ে গিয়ে নাক কিছুটা কেটে গিয়েছে বা কোনো পোকায় খেয়ে ফেলতে পারে। সন্দেহজনক কিছু মনে হচ্ছে না। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বুধবার রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এর আগে সোমবার দুপুরে একই ইউনিয়ন থেকে শীলা নামে এক হিজড়ার গলাকাটা লাশ উদ্ধার করে থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংকের ভল্টে কর্মকর্তাদের লকার অবরুদ্ধ করতে দুদকের চিঠি
পরবর্তী নিবন্ধম্যাক্স গ্রুপের আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা