রাঙামাটির কাউখালী উপজেলা থেকে নাছিম চাকমা (৩৫) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করেছে নিরাপত্তা বাহিনী।
এসময় তার কাছ থেকে ১টি পিস্তল, ৬ রাউন্ড গুলি, নগদ এক হাজার ৬৬০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আজ শনিবার (২১ নভেম্বর) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ।
ওসি বলেন, “শুক্রবার রাত ৮টার দিকে নিরাপত্তা বাহিনী কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাজার এলাকার সেনাক্যাম্পের চেকপোস্টের সদস্যরা একটি অটোরিকশা তল্লাশি চালিয়ে নাছিম চাকমাকে আটক করে। এসময় তার কাছ থেকে অস্ত্র এবং নগদ অর্থ জব্দ করা হয়। আটককৃত নাছিম চাকমা রাঙামাটি জেলা সদরের হাজাছড়া গ্রামের লক্ষীমোহন চাকমার ছেলে।”
ওসি আরও বলেন, “আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে নিরাপত্তা বাহিনী আটককৃত যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কাউখালী থানায় হস্তান্তর করেছে।” এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।