কাউকেই অপরিহার্য মনে করে না বিসিবি

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৪৬ পূর্বাহ্ণ

সাকিব কান্ডে আবার ক্ষুদ্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন বাংলাদেশ ক্রিকেটের জন্য কোন খেলোয়াড়ই অপহার্য নন। সে যেই হোন না কেনো দেশের ক্রিকেটের স্বার্থ পরিপন্থি কোন কর্মকাণ্ড কিংবা কোন সিদ্ধান্ত গ্রহণ করলে তা চেয়ে চেয়ে দেখবে না বিসিবি। প্রয়োজনে তাদের বাদ দিয়েই ক্রিকেটের সকল কর্মকান্ড পরিচালনা করবে বিসিবি। ইতোমধ্যে দেশের হয়ে টেস্ট না খেলে আইপিএলে খেলার অনুমতি নিয়েছেন সাকিব বোর্ড থেকে। বিষয়টি ভাল চোখে দেখেনি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিবের এমন দায়িত্বহীন আচরণ তাকে ব্যথিতও করেছে। আবার তিনি এও স্পষ্ট করেই বলেছেন, শুধু সাকিব আল হাসানই নন যে কোন ক্রিকেটার দেশের খেলা উপেক্ষা করে ফ্র্যাঞ্জাইজির ক্রিকেট খেলতে চাইলে তাকে আটবে না বিসিবি। গতকাল বিসিবিতে সভাশেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিসিবি সভাপতি। তিনি বলেন, এটা একেবারে অস্বীকার করার কোন সুযোগ নেই। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। এখন আমাদের মন খুবই পরিষ্কার। আমরা কাউকে জোর করে খেলাবো না। যে খেলতে চাইবে না সে খেলবে না। দলের জন্য কেউই অপরিহার্য নয়। আমরা চাই সকলে খেলুক। কিন্তু কারো জাতীয় দল ছেড়ে অন্য কোথাও খেলতে যদি ভালো লাগে তাহলে নিশ্চিন্তে যেতে পারে। এই বার্তাটা সবার জন্য। কেবল সাকিব আল হাসানের জন্য না। পাপন পরিষ্কার জানিয়ে দেন এখন থেকে জাতীয় চুক্তি নবায়নের আগেই ক্রিকেটারদের কাছে জানতে চাওয়া হবে কে কোন কোন ফর্মেটে খেলতে আগ্রহী। চুক্তিতে উল্লেখ থাকবে কারা কারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে আগ্রহী। কেউ সেখানে খেলতে আগ্রহী হলে ন্যুনতম এক বছর আগে বিসিবিকে জানাতে হবে। কারোরই চুক্তির বাইরে যাওয়ার সুযোগ থাকবে না।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪১.৪১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে সুলতান উল কবির চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন