কাঁচা সুপারির ভেতর ইয়াবা

বিজিবির ডগ ফিডোর হাতে ধরা পাচারকারী

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ৬ ডিসেম্বর, ২০২০ at ১০:৩৮ অপরাহ্ণ

কাঁচা সুপারির মাঝখানে কেটে তার ভেতরে ইয়াবা ঢুকিয়ে পাচার করতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ডগ ফিডো’র হাতে ধরা পড়ল মোস্তফা খাতুন (৩৫) নামের এক পাচারকারী।
আজ রবিবার (৬ ডিসেম্বর) কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে তল্লাশিকালে ৯৫০টি ইয়াবা বড়িসহ ধরা পড়েন ঐ মাদক পাচারকারী।
আটক মাদক কারবারি মোস্তফা খাতুন টেকনাফের মিঠা পানির ছড়া হাতিয়ারঘোনা এলাকার রাজা মিয়ার স্ত্রী।
এই ঘটনায় আটক মোস্তফা খাতুনের বিরুদ্ধে রামু থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান কক্সবাজারস্থ ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
তিনি জানান, টেকনাফ থেকে কক্সবাজার আসার পথে একটি যাত্রীবাহী বাসকে বিজিবি’র রেজুখাল যৌথ চেকপোস্টে ডগ স্কোয়াডের প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি করা হয়। এসময় ডগ ফিডো একটি বস্তা শনাক্ত করে। পরবর্তীতে বস্তা খুলে সেখানে কাঁচা সুপারি পাওয়া যায়। এরপর ভালো করে তল্লাশি করে সুপারির ভেতর থেকে মিয়ানমারে তৈরি ৯৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় বন্যহাতির পায়ের নীচে পিষ্ট হয়ে রিকশাচালক নিহত, আহত ১
পরবর্তী নিবন্ধমোজাম্বিকে ডাকাতের হামলায় বাঁশখালীর যুবকের মৃত্যু