কাঁচা মাছ গলায় আটকে শিশুর মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২৮ মে, ২০২৩ at ৪:৪৭ পূর্বাহ্ণ

গলায় কাঁচা মাছ আটকে চন্দনাইশে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ইমরান হোসেন চাগাচর গ্রামের মোহাম্মদ হোসেন প্রকাশ পুতু।

স্থানীয়ভাবে জানা যায়, শিশুটির বাবা মোহাম্মদ হোসেন প্রতিদিন শঙ্খনদে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করেন। গত শুক্রবার রাতে শঙ্খনদে মাছ শিকার করে গতকাল সকালে মাছগুলো বাড়িতে নিয়ে আসেন তিনি। সকাল ৭টার দিকে মাছগুলো বাচাইয়ের সময় ১টি ছোট ‘পাতা মাছ’ ফেলে দিলে শিশু ইমরান মাছটি কুড়িয়ে নিয়ে সকলের অগোচরে মুখে দিলে তা গলার ভিতর ঢুকে শ্বাসনালীতে আটকে যায়। এ সময় তাকে দ্রুত দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়।

স্থানীয় পল্লী চিকিৎসক নোমান রেজভী জানান, মাছ গলায় আটকে গেলে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে শিশু ইমরান মারা যায়। গতকাল সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে ইমরানের লাশ দাফন করা হয়।

তিনি বলেন, এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা থেকে রক্ষা পেতে প্রতিটি মাবাবার উচিত শিশুদের প্রতি আরো বেশি নজর দেয়া, যত্নশীল হওয়া এবং তাদের চোখে চোখে রাখা।

পূর্ববর্তী নিবন্ধনগর বিএনপির পদযাত্রা আজ
পরবর্তী নিবন্ধগানে গানে মানবপাচার রোধের ডাক দিলেন মমতাজ