লায়ন্স ক্লাব অব চিটাগাং কসমোপলিটনের ১ম সাধারণ সভা নগরীর আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে গত সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলার রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আশীষ ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন লায়ন ইঞ্জি. চন্দন দাশ। সভায় সভাপতিত্ব করেন সভাপতি লায়ন শহিদুল মোস্তাফা চৌধুরী মিজান।
উপস্থিত ছিলেন লায়ন শেখর দত্ত, লায়ন এম.এইচ.শাহ বেলাল, লায়ন মূসা শিকদার, লায়ন রমজান আলী রুমু, লায়ন আব্দুল্লাহ আল নোমান, লায়ন দেলোয়ার হোসেন, ইঞ্জি. মো. নাঈম সারওয়ার জিতু, লায়ন মহিউদ্দীন, লায়ন ওমর ফারুক, লায়ন সন্তোষ কুমার, লায়ন সাজু দাশ, লিও শিহাব, লিও রাকিন, লিও ফাহিম প্রমুখ। সভায় অক্টোবর সেবা সপ্তাহের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।