কষ্ট হচ্ছে ভীষণ আমার
তুমিও পাও জানি
তোমার কোন দোষ তো নেই
আমি অভিমানী।
নিরালাতে বসে তুমি
ভাবছো উদাস মনে
আনমনা হই ভাবি তোমায়
প্রতি ক্ষণে ক্ষণে।
সব থেকেও নাই তো কিছুই
বিষণ্নতায় ভরা
কষ্টগুলো বুকের মাঝে
দেয় প্রতিদিন ধরা।
যেখানে সুখ উড়ে বেড়ায়
নির্জনে ঐ দূরে
কষ্ট ভুলে চলো দুজন
সেখানে যাই উড়ে।












