কল্লোল সংঘের কার্যনির্বাহী কমিটির এক সভা ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি মো. নাছির মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন জাহেদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. কাসেম, মো. জসিমুল হুদা জসিম, নুরুল হুদা তানভীর, যুগ্ম সম্পাদক মো. নাহিদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান রাজীব, ক্রীড়া সম্পাদক মারুফুল ইসলাম মারুফ, আপ্যায়ন সম্পাদক মো. মঞ্জুর হোসেন, নির্বাহী সদস্য মো. জহির। সভায় সর্বসম্মতিক্রমে বাফুফে কর্তৃক ঢাকা মহানগর ফুটবল লীগ কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত তৃতীয় বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণকারী দল হিসাবে ক্লাবের সহ-সভাপতি মো. কাসেমকে কোচ হিসেবে মনোনীত করা হয়। আগামী ১০-১২ ই জানুয়ারী রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে বিকাল ২.৩০ ঘটিকায় খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।