বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন সদস্য মনোনীত হওয়ায় দিদারুল আলমকে সংবর্ধনা দিয়েছে কল্লোল সংঘ। গত শুক্রবার বিকালে ক্লাবের এক সভা ক্লাবের নির্বাহী সদস্য মো. কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন জাহেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য ও কল্লোল সংঘের সহ সভাপতি নাসির মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিজেকেএস হকি কমিটির সম্পাদক লুৎফুল করিম সোহেল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের হারুন অর রশিদ, সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির সদস্য জসিম উদ্দিন ও সোহেল উদ্দিন।