বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত তৃতীয় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী চট্টগ্রাম কল্লোল সংঘের ফুটবল ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান মনজুর আলম মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন অসীম কুমার উকিল, চট্টগ্রাম মোহামেডান স্পোটিং ক্লাবের কোষাধ্যক্ষ লায়ন আবু মুরশেদ, সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন জাহেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম সমন্বয়কারী হারুনুর রশিদ, সম্পাদক লায়ন নাহিদ মুরাদ মুন্না, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, ডবলমুরিং ক্লাবের প্রতিনিধি মোহাম্মদ জিয়া উদ্দীন তানভীর, সাবেক ফুটবলার মোহাম্মদ ইব্রাহিম এবং টিম ম্যানেজার ইমতিয়াজ বাবলা এবং মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন এবং ক্যাম্প কমান্ডার মোহাম্মদ ফারুক।
পরিদর্শনকালে মনজুর আলম মঞ্জু চট্টগ্রামের একমাত্র প্রতিনিধি কল্লোল সংঘকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।