বসুন্ধরা ঢাকা ২য় বিভাগ ফুটবল লিগ এবং সিজেকেএস ১ম বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী কল্লোল সংঘ ক্লাবের এক সভা ক্লাবের সভাপতি শেখ নওশাদ সরোয়ার পিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাউদ্দীন জাহেদের সঞ্চালনায় গতকাল ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্লাবের সহ–সভাপতি নাসির মিঞা, ক্লাবের সদস্য মো. কাশেম, জসিমুল হুদা, সোহেল, রাজিব, খোরশেদ আলী, সফিউল আলম বশর প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে ট্রিম ট্রেড লি: এবং মেসার্স শাহ আমান এন্টারপ্রাইজের সত্বাধিকারী মো. জাবেদ ইকবালকে ফুটবল কমিটির কো–চেয়ারম্যান মনোনীত করা হয়।