সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ড্র করেছে কল্লোল সংঘ গ্রীন এবং এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে দু’দলের কেউই গোল করতে পারেনি। ফলে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে দু’দলকেই। উদ্বোধনী ম্যাচে দু’দল প্রথমে নিজেদের একটু গুটিয়ে রাখে। নিস্তেজ ফুটবল উপস্থিত দর্শকদের তেমন আকর্ষন করতে পারছিল না। কিছুটা বেশি বয়সের কল্লোলের খেলোয়াড়দের চাইতে তুলনামূলক তরুণ বয়সী এস এ ফ্যামিলিই এ অর্ধে বেশ কয়েকটি আক্রমণ করে। প্রথম আক্রমণও করে তারাই। খেলার ১৩ মিনিটে এস এ ফ্যামিলির সাদমান সাকিব রিয়াদ বক্সে ঢুকে পড়েন। তবে বল প্রথম চেষ্টায় নিজে না মেরে বল বাড়িয়ে দেন সতীর্থ জাহেদুল আলমের কাছে। জাহেদুলের শট বার উচিয়ে চলে যায়। এরপর ২২ মিনিটেও তারা আক্রমণ শানায়। এ সময় আবদুল্লাহ আল জোবাইর সেন্টার করেন। সে সেন্টারে হেড করেন আবারো জাহেদুল। কিন্তু হেড চলে যায় বাইরে। দুটি সুযোগ নষ্ট হয় এ এ ফ্যামিলির। এ অর্ধের শেষের দিকে জটলা থেকে এস এ ফ্যামিলির একটি আক্রমণও ব্যর্থ হয়। প্রথমার্ধ থাকে গোলশূণ্য। দ্বিতীয়ার্ধে কিছুটা উজ্জীবিত হয়ে ফিরে আসে কল্লোল সংঘ গ্রীন। তারা আক্রমণ করে খেলতে চেষ্টা করে। তবে এস এ ফ্যামিলিও ছিল পাল্টা আক্রমণে। এ অর্ধে ৪৮ মিনিটে তাদের একটি ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ট হয়। বল চলে যায় বারের উপর দিয়ে। এ সময় দু’দলের খেলায় কিছুটা গতি লক্ষ্য করা যায়। এস এ ফ্যামিলি আক্রমণ উঠে। তারা কর্ণার পায়। কর্ণার থেকে হেড কিন্তু বল যায় কল্লোলের কিপার সালাউদ্দিনের হাতে। পরপরই আরেকটি আক্রমণে উঠে এস এ ফ্যামিলি। বক্সের বাইরে থেকে শহিদুল ইসলামের বাম পায়ের তীব্র শট সাইডবারে লেগে ফিরে আসে। খেলার শেষ মুহূর্তে কল্লোল সংঘ গ্রীন একটি দারুণ সুযোগ পায়। বাম থেকে বদলি হেলালের দেয়া বল বক্সের মধ্যে পান হাফিজুর রহমান। তিনি বলটিতে টোকা দিতে ব্যর্থ হন। নিশ্চিত গোল নষ্ট হয়। বল ধরে ফেলেন এস এ ফ্যামিলির গোলকিপার নেছারুল। এরপর শেষ বাঁশী বেজে উঠলে পয়েন্ট ভাগ করেই মাঠ ত্যাগ করতে হয় দু’দলের খেলোয়াড়দের।
উদ্বোধনী এ খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের শহীদুল আলম সুমন। খেলা শেষে ম্যান অব দা ম্যাচের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং নগদ ২,০০০ টাকা তুলে দেন সিজেকেএস ক্লাব সমিতির সহ সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক নুরুল আবছার, সদস্য আবদুল কুদ্দুস সেন্টু ও আসিফ আহমেদ।
এর আগে সিজেকেএস ক্লাব সমিতির উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ পুলিশ কমিশনার (দক্ষিণ), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ মো. আলমগীর হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা সৈয়দ আবুল বশর, মো. হাফিজুর রহমান, সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী, সিজেকেএস ক্লাব সমিতির সহ–সভাপতি নজরুল ইসলাম লেদু, মো. আমিনুল ইসলাম, মোহাং শাহজাহান, মো. মাহবুব আলম, লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহীম, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস ক্লাব সমিতির অতিরিক্ত সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নুরুল আবছার, কোষাধ্যক্ষ এ.কে.এম. আবদুল হান্নান আকবর, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহাম্মদ, সদস্য প্রবীন কুমার ঘোষ, আলী আকবর, ফজলে রাব্বি খান সাজ্জাদ, আবু সামা বিপ্লব, শওকত হোছাইন, আলী হাসান রাজু, এ. এস. এম. সাইফুদ্দিন চৌধুরী, সরওয়ার আলম চৌধুরী মনি, আসিফ আহমেদ, আব্দুল কুদ্দুছ সেন্টু, মো. মামুনুল ইসলাম, টুর্নামেন্টের বিভিন্ন উপ কমিটির সদস্য এনামুল হক, মাহমুদুর রহমান মাহবুব, আছলাম মোরশেদ, কামাল উদ্দিন, হারুন রশীদ, ওয়াসিম কামাল রাজা, সাইফুল আলম খান, কাজী জসিম উদ্দিন, ইয়াসির আরাফাত পাবলু, সালাউদ্দিন জাহেদ, সোহেল আহমেদ, আবদুল মোমেনসহ অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার, দুপুর ২.৪৫ টায় ব্রাদার্স ইউনিয়ন এবং চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব পরস্পরের মোকাবেলা করবে।











