কল্লোল-কর্ণফুলী পয়েন্ট ভাগাভাগি

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৫ নভেম্বর, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

অনুপ বিশ্বাস সিজেকেএস-সিডিএফএ ১ম বিভাগ ফুটবল লিগে কর্ণফুলী ক্লাব এবং কল্লোল সংঘ কেউ জয় পায়নি। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দু’দলের এ খেলা ১-১ গোলে ড্র হয়। খেলার প্রথমার্ধেই গোল দুটি হয়। ৫ খেলা শেষে কর্ণফুলীর পয়েন্ট ৩ অন্যদিকে কল্লোল সংঘ সমান খেলায় ৮ পয়েন্ট পেয়েরেছ। কর্ণফুলী ৫ খেলার ৩টিতে ড্র এবং ২টি খেলায় পরাজিত হয়েছে। তারা একটি খেলাতেও জিতেনি। ৩ পয়েন্ট পেয়ে দলটি ধুকছে। কল্লোল সংঘ ২টিতে জয়,২টিতে ড্র এবং ১টি খেলায় পরাজিত হয়েছে। পয়েন্ট টেবিলে নিচের দিকে থাকলেও গতকাল খেলার ৬ মিনিটেই প্রথম এগিয়ে গিয়েছিল কর্ণফুলী। দলের ইয়াসিন আরাফাত এ গোলটি করেন (১-০)। তবে বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কর্ণফুলী এ অগ্রযাত্রা। খেলার ১৯ মিনিটেই সমতা আনে কল্লোল সংঘ। রাফায়েল মান্ডি গোল করেন (১-১)। খেলায় সমতা আসার পর দু’দলই চেষ্টা করে এগিয়ে যাওয়ার। এ অর্ধের শেষ দিকে কল্লোল কর্ণার লাভ করে। কর্ণার থেকে দুর্দান্ত একটি হেড হয়। গোলে যাওয়ার মুখে সে হেড গোল লাইন থেকে ফিরিয়ে দেয় কর্ণফুলীর ডিফেন্ডার মো. হৃদয়। নিশ্চিত একটি গোল থেকে বঞ্চিত হয় কল্লোল সংঘ। দ্বিতীয়ার্ধে দু’দল আক্রমন প্রতি আক্রমন করে খেললেও উল্লেখযোগ্য আক্রমন রচনা করতে পারেনি দু’দলের কেউ। তবে ৪২ মিনিটের সময় কর্ণফুলী ক্লাব একটা সুন্দর সুযোগ সৃষ্টি করে। তারা কর্ণার পায়। তা থেকে দিদারুল ইসলামের দারুন শট বাঁক খেয়ে গোলে ঢোকার সময় লাইন থেকে রক্ষা করেন কল্লোল সংঘের রেজাউল করিম। গোল বঞ্চিত কর্ণফুলী বাকি সময় আর সুবিধা করে পারেনি। কল্লোল সংঘও তেমন আক্রমন গড়তে পারেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ত্যাগ করে দু’দল। গতকালের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন কল্লোল সংঘের অধিনায়ক আমজাদ হোসেন। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মো. লুৎফুল করিম সোহেল। আজ প্রথম বিভাগ ফুটবল লিগে দুটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের ১ম খেলায় অংশ নেবে বাকলিয়া একাদশ এবং ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাব। দুপুর ১২.৪৫ টায় এ খেলা অনুষ্ঠিত হবে। ২য় খেলায় বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স অংশ নেবে কিষোয়ান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। খেলাটি অনুষ্ঠিত হবে বেলা ২.৪৫ টায়। দুটি খেলাই এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধ২ বছর নিষিদ্ধ হলেন রোমান সানা
পরবর্তী নিবন্ধবিয়ে করলেন ট্রাম্পকন্যা টিফানি