চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত অনুপ বিশ্বাস প্রথম বিভাগ ফুটবল লিগে আগ্রাবাদ কমরেড ক্লাব এবং কল্লোল সংঘ পয়েন্ট ভাগ করে নিয়েছে। গতকাল শুক্রবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলাটি ০-০ গোলে ড্র হয়। এ ড্রয়ের সুবাদে ২ খেলা শেষে দুটি দলই একটি করে পয়েন্ট পেয়েছে। কল্লোল এবং কমরেড ক্লাব নিজেদের প্রথম খেলায় হেরে গিয়েছিল। লিগের উদ্বোধনী খেলায় আগ্রাবাদ কমরেড ক্লাব হেরে গিয়েছিল শতদল ক্লাবের কাছে। অন্যদিকে কল্লোল সংঘ হারে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার কাছে। সে হিসেবে লিগে তাদের প্রথম পয়েন্ট অর্জনের দিন ছিল গতকাল। গতকাল নির্ধারিত সময়ের পুরোটাতেই প্রতিপক্ষ আগ্রাবাদ কমরেড ক্লাবের উপর চাপ সৃষ্টি করে খেলে কল্লোল সংঘ। কিন্ত যোগ্য গোলদাতার অভাব ও প্রতিপক্ষ আগ্রাবাদ কমরেড ক্লাবের গোলরক্ষক আবদুল্লাহ আল নোমানের দৃঢ়তায় জালের নিশানা খুঁজে নিতে ব্যর্থ হয় তারা। কল্লোল সংঘের অনেকগুলো আক্রমন প্রতিহত করেন কমরেডের এই গোলরক্ষক। শেষ পর্যন্ত গোলশূণ্য ড্রয়ে উভয় দল প্রথম পয়েন্ট অর্জন করে মাঠ ত্যাগ করে। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আগ্রাবাদ কমরেড ক্লাবের খেলোয়াড় আবদুল্লাহ আল নোমান। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিডিএফএ কাউন্সিলর রঞ্জিত পাল।
দ্বিতীয় রাউন্ড শেষে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে শতদল ক্লাব ও পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। এক জয় ও এক পরাজয়ে ৩ পয়েন্ট বাকলিয়া একাদশ ও বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্সের। দুই ড্রয়ে কর্ণফুলীর পয়েন্ট ২, এক পরাজয় ও এক ড্রয়ে ১ পয়েন্টে রয়েছে রাইজিং স্টার, কল্লোল সংঘ ও আগ্রাবাদ কমরেড ক্লাব। তবে টানা দুই ম্যাচ হেরে এখনো পয়েন্টের দেখা পায়নি ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব। আজ প্রথম বিভাগ ফুটবল লিগে একটি খেলা অনুষ্ঠিত হবে। এতে খেলবে বাকলিয়া একাদশ এবং কর্ণফুলী ক্লাব। বিকাল ৩টায় এ খেলাটি এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে।