কল্লোল ও নওজোয়ানের জয়লাভ

প্রথম বিভাগ ফুটবল লিগ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

সিজেকেএস সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে গতকাল শুক্রবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় কল্লোল সংঘ ২-০ বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মারুফ এবং আলামিন ১টি করে গোল করেন। ৯ খেলা শেষে কল্লোল সংঘ ১৬ পয়েন্ট এবং রেলওয়ের রেঞ্জার্স ৯ খেলা শেষে ৮ পয়েন্ট পেয়েছে। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কল্লোল সংঘের মানিক মোল্লা। তাকে ক্রেস্ট প্রদান করেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন এর কাউন্সিলর মো. আলী আকবর। একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ৫-১ গোলে ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের শাওন এ খেলায় হ্যাট্রিক সহ ৪টি গোল করেন। অন্য গোলটি করেন বিজয়। বিজিত দলের নেওয়াজ ১টি গোল পরিশোধ করেন। আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ৯ খেলা শেষে ১৪ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাব সমান খেলায় ৮ পয়েন্ট অর্জন করেছে। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের শাওন। তাকে ক্রেষ্ট প্রদান করেন সিডিএফএ কাউন্সিলর আশরাফুজ্জামান। প্রথম বিভাগ ফুটবল লিগে আজ একটি খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং আগ্রাবাদ কমরেড ক্লাব। বিকাল ৩টায় এ খেলা এম এ আজিজ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধফাইনাল খেলা হলো না বাংলা টাইগার্সের
পরবর্তী নিবন্ধদাবায় জোন-৩ এর বাছাইপর্বে ৩য় রাউন্ড শেষে ২জন শীর্ষে