সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে কল্লোল সংঘের কাছে হেরে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব শিরোপা দৌড় থেকে অনেক ছিটকে গেছে। অন্যদিকে কল্লোল সংঘ এ দৌড়ে এখনো শামিল আছে। গতকাল বৃহস্পতিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় কল্লোল সংঘ ১-০ গোলে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে পরাজিত করে। এ জয়ে কল্লোল সংঘ ৪ খেলা শেষে ৭ পয়েন্ট পেয়েছে। সমান খেলা শেষে তাদের উপরে আছে পটিয়া ১০ পয়েন্ট,শতদল ৯ পয়েন্ট এবং কর্ণফুলী ৮ পয়েন্ট। গতকালের পরাজিত দল আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ৪ খেলা শেষে ৪ পয়েন্ট পেয়েছে। এ খেলা সহ টানা দুটি খেলায় তারা হেরে গেল। গতকাল খেলার প্রথমার্ধে দুই দল দুটি গোল করার সুযোগ পায়। তা থেকে অবশ্য গোল হয়নি। খেলার ২৫ মিনিটের সময় আগ্রাবাদ নওজোয়ানের মো. শাওন গোল করার সুযোগটি মিস করেন বল বাইরে মেরে দিয়ে। এ অর্ধের ৪০ মিনিটের সময় কল্লোল সংঘের একটি আক্রমণও ব্যর্থ হয়। প্রথমে নওজোয়ানের কিপার ঠেকিয়ে দেন এবং পরে বারে লেগে প্রতিহত হয় কল্লোল সংঘের আক্রমণ। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে কল্লোল সংঘের মারুফ সিকদার নিশ্চিত সুযোগ পান। কিন্তু তার শট বারের সাথে লেগে বাইরে চলে যায়। এ অর্ধের ৩৫ মিনিটে কল্লোল সংঘ এগিয়ে যায়। দলের মেহেদী হাসান বক্সে ঢুকে কোনাকুনি শট নেন। বল দ্বিতীয় সাইড বার ছুঁয়ে জালে ঢুকে যায়। বাদবাকি সময় নওজোয়ান কিছুটা তেড়েফুড়ে খেলার চেষ্টা করলেও সুবিধা করে উঠতে পারেনি। কল্লোল সংঘ টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ত্যাগ করে। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় কল্লোল সংঘের মেহেদী হাসান। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মো. এইচ এম সোহেল।
আজ প্রথম বিভাগ ফুটবল লিগে একটি খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে রাইজিং স্টার ক্লাব এবং আগ্রাবাদ কমরেড ক্লাব। বিকাল ৩টায় এ খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।