সিজেকেএস সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে নিজেদের প্রথম খেলায় জয় পেয়েছে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। আর এ জয় দিয়ে লিগে শুভসূচনা করলো তারা। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত গতকাল শনিবারের খেলায় পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ২-১ গোলে কল্লোল সংঘকে হারিয়ে দেয়। বিজয়ী দলের পক্ষে মুসা জোড়া গোল করেন। গতকাল খেলার শুরু থেকেই অপেক্ষাকৃত ভালো খেলে কদমতলীর কল্লোল সংঘ। তবে ফিনিশিংয়ের অভাবে হার নিয়ে মাঠ ছাড়তে হয় কদমতলীর এ ক্লাবটিকে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দু’দলই ছোট ছোট পাসে নিজেদের মধ্যে বোঝাপড়ায় আক্রমণ-পাল্টা আক্রমণ চালায়। তবে এক্ষেত্রে পটিয়ার চাইতে কিছুটা এগিয়ে ছিল নগরীর ক্লাবটি। খেলার ১০ মিনিটে এগিয়ে যায় পটিয়া।
দলের মুসার গোলে ১-০ তে লিড নেয় পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। কিন্তু ৩৭ মিনিটে সে গোল ফিরিয়ে দিয়ে সমতা আনে কল্লোল সংঘ। দলের আল আমিন সমতাসূচক এ গোল করেন (১-১)। এ স্কোর লাইনেই বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরে খেলার ৫৫ মিনিটে ডি বক্সের বাম পাশ থেকে গোলের দারুণ সুযোগ একটা নষ্ট করে পটিয়ার তরিকুল ইসলাম। বল ফিরে আসে। ফিরতি বলে একইভাবে গোল করতে ব্যর্থ হন কল্লোল সংঘের রাশেদ। তিন মিনিট পর কল্লোলের আরো একটি গোলের সুযোগ হাত দিয়ে কর্নারের বিনিময়ে প্রতিহত করে দেন পটিয়ার গোলরক্ষক জহির। ৭১ মিনিটে গোলপোস্ট ফাঁকা পেয়েও জালের ঠিকানা পেতে ব্যর্থ হন কল্লোলের আল আমিন। অব্যাহত গোলের সুযোগ নষ্টের খেসারত দিতে হয় কল্লোল সংঘকে ইনজুরি টাইমে। নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ে প্লেসিং শটে গোল করে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে লিগের প্রথম ম্যাচেই জয় এনে দেন মুসা। দু’গোল করলেও গতকালকের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড় মিল্টন মিয়া। খেলা শেষে তার হাতে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর এএসএম সাইফুদ্দিন চৌধুরী। আজ প্রথম বিভাগ ফুটবল লিগের কোন খেলা নেই।
প্রিমিয়ার ফুটবল লিগে আজ একটি খেলা অনুষ্ঠিত হবে। এ খেলায় অংশ নেবে কোয়ালিটি স্পোর্টস ক্লাব এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি। খেলাটি এম এ আজিজ স্টেডিয়ামে বিকাল ৩.৩০টায় অনুষ্ঠিত হবে।