বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মহান বিজয়ের মাস হিসেবে মহানগরী জামায়াত আজ আয়োজন করেছে দেশাত্মবোধক গানের রোড শো। সুস্থ সংস্কৃতির বিকাশের মাধ্যমে বিনোদনের পাশাপাশি দেশের প্রতি ভালোবাসা ও দেশপ্রেম প্রকাশ করতেই আজকের আয়োজন। দেশাত্মবোধক গানের মাধ্যমে দেশের ইতিহাস–ঐতিহ্য, সভ্যতা–সংস্কৃতি এবং স্বাধীনতা– সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও আনুগত্যের অনুভূতি জাগাতেই আজকের আয়োজন।
গতকাল শুক্রবার জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে বিজয় দিবস উপলক্ষে মহানগর জামায়াতের উদ্যোগে দেশাত্মবোধক গানের রোড শো অনুষ্ঠান উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী দেশাত্মবোধক গানের রোড শো অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রামের সভাপতি এস এম লুৎফর রহমান, হামেদ হাসান ইলাহী, ফারুকে আজম, খুলশী থানা আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়া, পাচঁলাইশ আমির মাহবুবুল হাসান রুমী, চকবাজার থানা নায়েবে আমির আব্দুল হান্নান কবি আব্দুল গফুর প্রমুখ। নগরীতে ট্রাকে করে দেশাত্মবোধক গানের রোড শো’তে অংশ নেয় চট্টগ্রাম কালচারাল একাডেমির শিল্পীবৃন্দ দেশাত্মবোধক গান পরিবেশনা করেন। জমিয়তুল ফালাহ থেকে শুরু করে একটি ট্রাক পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত, অপর একটি ট্রাক নিউমার্কেট থেকে শুরু করে নতুন ব্রিজ গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।












