কল্পলোক মিডিয়া টাওয়ারে বরাদ্দপ্রাপ্ত সাংবাদিকদের বকেয়া ফ্ল্যাট ভাড়া, ক্ষতিপূরণ প্রদানসহ দ্রুততম সময়ে নির্মাণ কাজ সম্পন্ন করে ফ্ল্যাট বুঝিয়ে দেয়া, চট্টগ্রাম সাংবাদিক কো–অপারেটিভ হাউজিং সোসাইটি অবসায়নের চক্রান্ত প্রতিরোধ এবং শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় পূর্ব নির্ধারিত স্থানে আবাসন বঞ্চিত সাংবাদিকদের জন্য ফ্ল্যাটব্লক নির্মাণের দাবিতে কল্পলোক মিডিয়া টাওয়ার সাংবাদিক ফ্ল্যাট মালিক স্টিয়ারিং কমিটির উদ্যোগে গতকাল (শনিবার) এক প্রতীকী অনশন অবস্থান ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল সকালে কল্পলোক মিডিয়া টাওয়ার সাংবাদিক ফ্ল্যাট মালিক স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকতের সভাপতিত্বে এবং মোহাম্মদ আবিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সিনিয়র সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।