কবিতার খাতা নিয়ে আঁকিঝুঁকি করি।
কল্পনার সাগরে ডুব দিয়ে থাকি।
ঐ নীল সরোবরে লাল পদ্ম হয়ে ফুটি।
ফুলের সৌন্দর্যে সবাইকে মুগ্ধ করি
আকাশের শেষ সীমানায় মেঘের ভেলায়।
পঙ্খীরাজ ঘোড়ায় চড়ে উড়ে বেড়ায়।
কাজল কালো দীঘির জলে রাজহংস হয়ে সাঁতার কাটি।
রংধনুর ঐ সাত রং মেখে জীবনকে রাঙিয়ে রাখি।
কষ্টগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে মনকে আনন্দে ভরে তুলি।
দুঃখগুলোকে মিতালি করে স্বপ্নের ঠিকানা গড়ি।
গোধূলি বেলায় সূর্য যেমন অস্তে চলে যায়।
নতুন প্রভাতের আশায়।
তেমনি করে জীবনকে আমি কল্পনায় ভাসায়।