কল্পনা

সাবিয়া মুকাররমা | বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

(৩১,৩৩৩)
কখনো আমি চিত্রশিল্পী
কখনো কবিতা লিখে যাই,
কখনো আঁকি মনের ছবি
কখনো গান গাই।
কখনো আমি রূপকথার পরী
জাদুর কাঠি ঘুরাই,
কখনো আমি রাজকন্যা
মিষ্টি সুরে ভুলাই।
কখনো আমি বড় লেখক
মজার মজার লিখি,
এসব কিছুই কল্পনা যে
কল্পনাতেই দেখি।

পূর্ববর্তী নিবন্ধসুখ
পরবর্তী নিবন্ধবাঙালি