কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় দু’জনের জবানবন্দি

বাকি ৫ আসামির ৫ দিন করে রিমান্ড

আজাদী অনলাইন | রবিবার , ২১ মার্চ, ২০২১ at ৯:১৬ অপরাহ্ণ

নগরীতে সাফায়েত হোসেন (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতের মামলায় মো. জাহেদ হোসেন ও মো. মানিক আদালতে জবানবন্দি দিয়েছে।
আজ রবিবার (২১ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালতে জবানবন্দি দেয় তারা।
জবানবন্দি রেকর্ড শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। বাংলানিউজ
এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক মো. আলমগীর মাহমুদ।
তিনি জানান, গ্রেফতার সাত আসামির মধ্যে মো. জাহেদ হোসেন ও মো. মানিকের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আবেদন করা হয়। আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
বাকি পাঁচ আসামি মো. সুমন, মো. অন্তর, মো. আশরাফুল, মো. রাহাত ও মো. শাহিনের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসি ২য় বর্ষের শিক্ষার্থী সাফায়েত হোসেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে লালখান বাজার এলাকায় ছুরিকাঘাত করা হয় তাকে। সাফায়েত হোসেনের ভাই ফরহান হোসেন বাদী হয়ে পরদিন ১৯ মার্চ খুলশী থানায় মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যৃ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি মারায় যুবক কারাগারে