কলেজ না পাওয়াদের শেষ ধাপে আবেদন শুরু কাল

একাদশে ভর্তি

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের জন্য ৫ম (শেষ) ধাপে আবেদনের সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। এখনো পর্যন্ত কলেজে ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীরা আগামীকাল থেকে অনলাইনে আবেদন করতে পারবে। আগামী ২২ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। তবে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ (একদিন) অনলাইনে এ আবেদন বন্ধ থাকবে। শেষ ধাপে এ আবেদনের ফলাফল প্রকাশ করা হবে ২৪ মার্চ। ফলাফলে ভর্তির জন্য মনোনীতদের নিশ্চায়ন ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে ২৭ ও ২৮ মার্চ।
এখনো পর্যন্ত ভর্তির বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য এটি শেষ দফায় আবেদনের সুযোগ জানিয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক আজাদীকে বলেন, চট্টগ্রামের বেশ কিছু শিক্ষার্থী এখনো ভর্তির বাইরে রয়ে গেছে। এদের মধ্যে অনেকে ভর্তির জন্য মনোনীত হয়নি। কেউ কেউ মনোনীত হলেও ভর্তি নিশ্চায়ন করেনি। অনেকে আবার নিশ্চায়ন করলেও ভর্তি কার্যক্রম সম্পন্ন করেনি। সবমিলিয়ে এখনো পর্যন্ত কলেজে ভর্তির সুযোগ পায়নি, এমন শিক্ষার্থীদের জন্য এটি শেষ দফায় আবেদনের সুযোগ। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের র্নিধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনের পরামর্শ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ৩য় দফায় আবেদন ও ফলাফল প্রকাশের পর ভর্তি কার্যক্রমও শেষ করেছে নির্বাচিত শিক্ষার্থীরা। এরইমধ্যে গত ২ মার্চ থেকে কলেজগুলোতে একাদশ শ্রেণির ক্লাসও শুরু হয়েছে। তবে চট্টগ্রামের ৫ হাজারের বেশি শিক্ষার্থী এখনো ভর্তির বাইরে রয়ে গেছে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে পাঁচদিন পর সংক্রমণ হার ১ শতাংশের বেশি
পরবর্তী নিবন্ধপার্কভিউ হাসপাতালে সিভিল ডিফেন্সের মহড়া