কক্সবাজার শহরের সিটি কলেজ এলাকার বাসিন্দা, কলেজ ছাত্র রিদুয়ান হত্যা মামলার এজাহারভুক্ত আরেক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে সদরের ঝিলংজা হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমরাত উদ্দিন শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লীর মাসুদুল করিমের ছেলে। গতকাল রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, গত ২৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সিটি কলেজের গেটের বিপরীত দিকে একদল দুর্বৃত্ত কলেজ ছাত্র রিদুয়ানকে পেছন থেকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কঙবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান। নিহত মোহাম্মদ রিদুয়ান স্থানীয় সাহিত্যিকাপল্লী এলাকার আবু বকর ছিদ্দিকের ছেলে ও চট্টগ্রাম মহসিন কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার সোমরাত উদ্দিন মামলার এজাহারভুক্ত আসামি। কঙবাজার সদর থানার ওসি শেখ মুনীরুল গীয়াস জানান, কলেজ ছাত্র রিদুয়ান হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হল। এর আগে আরো দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।