প্রেমের সম্পর্ক ছিন্ন করার জেরে কলেজ ছাত্রীর নামে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মোহাম্মদ নুর উদ্দিন (২৯) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে র্যাব। গত শুক্রবার রাতে তাকে আটক করা হয়। তিনি সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের মৃত মোহাম্মদ মিয়ার ছেলে এবং ভাটিয়ারী হাজ্বী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আটকের পর একই দিন রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে নুর উদ্দিনকে প্রধান আসামি করে সীতাকুণ্ড থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে জানা যায়, সম্পর্ক ছিন্ন করায় ক্ষিপ্ত হয়ে নানা হুমকি-ধমকি দেওয়াসহ কয়েকটি ফেসবুকে আইডি খুলে ওই ছাত্রীর নামে অপ-প্রচার চালাতে থাকেন নুর উদ্দিন ও তার কয়েকজন বন্ধু। পরে ওই ছাত্রীর বাবা বিষয়টি র্যাবকে অবহিত করলে অভিযুক্তকে আটক করে থানায় সোপর্দ করে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি সুমন বণিক জানান, আসামিকে (গতকাল) শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।