কলেজিয়েট স্কুলে ‘বিশ্ব নাগরিকত্ব শিক্ষা, ধারণা ও প্রয়োগ’ কর্মশালা

| বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশনের আয়োজনে ‘বিশ্ব নাগরিকত্ব শিক্ষা, ধারণা ও প্রয়োগ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ অক্টোবর নগরীর কলেজিয়েট স্কুলে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ইউনেস্কো জাতীয় কমিশনের সহযোগীতায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য্য প্রফেসর বেনু কুমার দে। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট সুমনী আক্তার, জেলা শিক্ষা অফিসার এস এম জিয়াউল হায়দার হেনরী, ইউনেস্কো জাতীয় কমিশনের প্রোগ্রাম অফিসার ফয়সাল আরাফাত, বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশনের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরী, ও ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম মহানগর সভাপতি শেখ নজরুল ইসলাম মাহমুদ ও ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলার সেক্রেটারি মো. মনির উদ্দিন। এতে কলেজিয়েট স্কুলের ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর বেনু কুমার দে বলেন, বিশ্বায়নের কারণে বিশ্বের প্রতিটি দেশ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা মোকাবেলার জন্য পরস্পরের উপর দ্রুত নির্ভরশীল হয়ে উঠেছে। তারই ফলশ্রুতিতে জন্ম নিয়েছে বিশ্ব নাগরিকত্ব ধারণার মত একটি সুদুর প্রসারী পরিকল্পনার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমদীনাতুল ইসলাম মাদ্রাসায় শিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধসরকারের অন্যায় আচরণে জনগণ আজ বিক্ষুব্ধ