কলেজছাত্রীকে ‘ধর্ষণের হুমকি’, বাসচালক ও হেলপার আটক

| সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১১:৩০ পূর্বাহ্ণ

বাসে ‘হাফ ভাড়া’ দিতে চাওয়ায় এক কলেজছাত্রীকে ‘ধর্ষণের হুমকি দেওয়ার’ অভিযোগে এক বাস চালক ও তার সহকারীকে আটকের কথা জানিয়েছে র‌্যাব। রোববার সন্ধ্যায় এক খুদে বার্তায় র‌্যাব জানায়, বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে ঠিকানা পরিবহন বাসের চালক মো. রুবেল ও হেলপার মেহেদী হাসানকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের আটক করেছে র‌্যাবের একটি দল। এর আগে রোববার সকালে পুরান ঢাকার বকশীবাজার মোড়ে সড়ক অবরোধ করে সহপাঠীকে ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে কয়েকশ শিক্ষার্থী। খবর বাংলানিউজের।
শিক্ষার্থীদের অভিযোগ, শনিবার ঠিকানা পরিবহনের একটি বাসে বদরুন্নেসা কলেজের উচ্চ মাধ্যমিকের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চাইলে তাকে ‘ধর্ষণের হুমকি দেন’ বাস চালকের সহকারী। রোববার সকাল থেকে হাফ ভাড়া নেওয়া, শিক্ষার্থী দেখলে বাসে তোলা এবং ওই শিক্ষার্থীকে হেনস্তা ও হুমকির বিচার করা- এই তিন দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কুদরাত ই খুদা। তিনি বলেন, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ ঢাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বিক্ষোভে অংশ নেয়। রোববার বেলা ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত এ প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ পাস (অর্ধেক ভাড়া) চালুর দাবি জানানো হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, অনেক বাস ছাত্রী দেখলে দরজা বন্ধ করে রাখে। হাফ ভাড়া দিতে চাইলে বাস থেকে নামিয়ে দেয়। এর প্রতিবাদে বদরুন্নেসার শিক্ষার্থীরা রোববার সকালে কলেজ থেকে মিছিল করে বকশীবাজার মোড়ে গিয়ে রাস্তায় অবস্থান নেয়। আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেয়। অবরোধের কারণে চানখাঁরপুল থেকে বকশীবাজার এবং বকশীবাজার, ঢাকা শিক্ষা বোর্ড ও বুয়েট অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দেন। এ সময় তাদের হাতে ‘হাফ ভাড়া দেওয়ায় ধর্ষণের হুমকি, লজ্জিত বাংলা’, ‘আমরা নারী, আমরা শক্তি, আমরাই প্রতিবাদী’, ‘স্টপ ভায়োলেন্স’, ‘হাফ পাস আমাদের অধিকার’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

পূর্ববর্তী নিবন্ধশৃঙ্খলা সুরক্ষিত হলে দলের ভিত্তি সুদৃঢ় হবে
পরবর্তী নিবন্ধমাস্টারকার্ডের এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ইউসিবি