কলাকেন্দ্রের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

| সোমবার , ১৭ অক্টোবর, ২০২২ at ৫:০৮ পূর্বাহ্ণ

সুস্থ সংস্কৃতি চর্চার প্রত্যয় নিয়ে সম্প্রতি গঠিত কলাকেন্দ্রের পূর্ণাঙ্গ কমিটির করা হয়েছে। গত শুক্রবার চন্দনপুরার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আহবায়ক কমিটির সভায় কমিটি গঠন করা হয়। এতে প্রবীণ সাংবাদিক, নাসিরুদ্দিন চৌধুরী কমিটির সভাপতি, চট্টল ইয়থ কয়ারের সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র বণিক কার্যকরী সভাপতি এবং শিল্পী সুজিত ভট্টাচার্য দোলন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ-সভাপতি আবুল কাশেম চিশতী, অনুপ বিশ্বাস, অ্যাড. সরজু ভট্টাচার্য, কাজল দত্ত, দিলরুবা খানম , লুপুর্ণা মুৎসুদ্দী, সাইফুল ইসলাম, সুজিত দাশ অপু, সমীরণ পাল, সুজিত চৌধুরী মিন্টু, জয়া দত্ত, শীলা চৌধুরী, রোমা চৌধুরী, রোজী চৌধুরী, নন্দিনী রায়, রূপা রায় চৌধুরী, যদু গোপাল বৈষ্ণব, সুভাষ দাশগুপ্ত, অধ্যাপক স্বদেশ ভট্টাচার্য, সুকুমার দে, অজিত শীল, আহসান হাবিবুল আলম, এহসানুল করিম, নীহার ভট্টাচার্য, লোকমান হাকিম, অধ্যাপক শিবু শংকর বোস, প্রত্যাশা বড়ুয়া, শান্তা নাহার খানম, বেবী রাণী দাশ মজুমদার নুপুর, অভিজিত সেনগুপ্ত, সত্যজিৎ দাশ কাঞ্চন, ছবির আহমদ, হানিফুল ইসলাম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড শিপ ইয়ার্ডে ফায়ার বোতল বিস্ফোরণ ব্যবসায়ী আহত
পরবর্তী নিবন্ধজাতীয় যুব হকির চট্টগ্রাম জোনে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন কক্সবাজার