লোহাগাড়ার কলাউজান ব্লাড গ্রুপের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা শিবির ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে গতকাল শুক্রবার। উপজেলার উত্তর কলাউজান খালাদাদ খান দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত কর্মসূচির তত্ত্বাবধান করেন মো. সাইফুল ইসলাম সাঈদ, মো. শফিকুর রহমান, মোয়াজ্জেম মাহি, নাজমুস সাকিব, সাঈদ, শহিদ, শরিফ, লুৎফর রহমান, মো. জাহিদ ইলিয়াস এইচ খান। চিকিৎসাসেবা প্রদান করেন –ডা. মোহাম্মদ মোমিনুল ইসলাম, ডা. আসিফ আহমদ শোভন, ডা. মো ইমরুল ইসলাম, ডা. সাদিয়া জাহান মেরী, ডেন্টাল সার্জন নুসরাত জাহান শেফা। কর্মসূচিতে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন চার শতাধিক নারী–পুরুষ। রক্তের গ্রুপ নির্ণয় করেন প্রায় ১শ’ জন।
চিকিৎসা শিবির পরিদর্শন করেন সাত্তার সিকদার, আব্দুস সাত্তার, আইয়ুব আলী আনসারী, আব্দুর রহিম, মনির সওদাগর, দেলোয়ার সাওদাগর, জাফর সাওদাগর ব্যবসায়ী, সাইফুল ইসলাম বদি সাওদাগর, জাহাঙ্গীর, কুতুব উদ্দিন, কায়সার হামিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।