লোহাগাড়া কলাউজান নাথপাড়া সর্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন গত ২৯ মে কৃষ্ণাদ্বৈত ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরিষদের প্রধান উপদেষ্টা মিলন কান্তি দেবনাথের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ। প্রধান অতিথি ছিলেন লায়ন মীননাথ ধর মিলন।
মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিবু রঞ্জন পাল। উপস্থিত ছিলেন অ্যাড. হরিরঞ্জন নাথ, শ্যামাচরণ নাথ, অনিল কান্তি নাথ ও ডা. মৃদুল কান্তি নাথ। তপন কান্তি নাথের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন খোকন কান্তি নাথ। প্রেস বিজ্ঞপ্তি।