লোহাগাড়া উপজেলার কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় ও সুখছড়ি গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠের গ্রন্থাগারের জন্য বাসন্তী–সুবল স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বই প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের জ্ঞান প্রসারের জন্য গত ৩ অক্টোবর বিদ্যালয়ের গ্রন্থাগারের জন্য বই প্রদান করেন বাসন্তী–সুবল স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষানুরাগী লায়ন তপন কান্তি দাশ ও ভাইস–চেয়ারম্যান অধ্যাপক কৃষ্ণা দাশ। বই প্রদানকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন তপন কান্তি দাশ বলেন, বই পড়া মানসিক প্রক্রিয়াকে সক্রিয় রাখে। বই পড়লে মস্তিষ্ক চিন্তা করার খোরাক পায়, সৃজনশীলতা বাড়ে এবং তথ্য ধরে রাখার ক্ষমতা সৃষ্টি হয়। বই পড়লে মানুষ সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক মনস্ক হয়ে ওঠে। এসময় আরো উপস্থিত ছিলেন ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কান্তি পাল, সুখছড়ি গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, ফাউন্ডেশনের মহাসচিব পলাশ কান্তি নাথ রণী, অর্থ সচিব প্রণব কুমার দাশ, নির্বাহী সদস্য প্রকৌশলী শ্রীবাস দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।